“সালাম স্টিল মিলস থেকে চুরি হওয়া ২০ টন রডসহ ট্রাক উদ্ধার”
অনলাইন ডেস্ক
Update Time :
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
৩৪১
Time View
“সালাম স্টিল মিলস থেকে চুরি হওয়া ২০ টন রডসহ ট্রাক উদ্ধার”
সালাম স্টিল মিলস থেকে চুরি হওয়া ২০ টন রডসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর, বুধবার রাতে সালাম স্টিল কনকাস থেকে রড বোঝাই ট্রাকটি রওনা দেয়। তবে কিছু দূর যাওয়ার পর ট্রাক থেকে জিপিএস ট্র্যাকার খুলে ফেলা হয়। মিল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করে। ২০ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরের সিরাজ কান্দি বাজারে চোর চক্রের সদস্য করিম মিয়ার দোকানে ট্রাক ও রডের সন্ধান পায় মিল কর্তৃপক্ষ। এখন চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
10
সালাম স্টিল মিলস থেকে চুরি হওয়া ২০ টন রডসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর, বুধবার রাতে সালাম স্টিল কনকাস থেকে রড বোঝাই ট্রাকটি রওনা দেয়। তবে কিছু দূর যাওয়ার পর ট্রাক থেকে জিপিএস ট্র্যাকার খুলে ফেলা হয়। মিল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করে।
২০ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুরের সিরাজ কান্দি বাজারে চোর চক্রের সদস্য করিম মিয়ার দোকানে ট্রাক ও রডের সন্ধান পায় মিল কর্তৃপক্ষ।
এখন চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।