বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী ১০ বছরের মধ্যে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভুঞা। রোববার (৩০ জুন) বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিমান এমডি বলেন, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং বোয়িং কোম্পানির কাছ থেকে এসব উড়োজাহাজ কেনা হবে। অনুষ্ঠানে সিডনি, টোকিও ও কমমিংসহ বিমানের আরও কয়েকটি নতুন রুট বাড়ানোর পরিকল্কপ্পনা চলছে বলেও জানান জাহিদুল ইসলাম।
10
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী ১০ বছরের মধ্যে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভুঞা।
রোববার (৩০ জুন) বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিমান এমডি বলেন, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং বোয়িং কোম্পানির কাছ থেকে এসব উড়োজাহাজ কেনা হবে।
অনুষ্ঠানে সিডনি, টোকিও ও কমমিংসহ বিমানের আরও কয়েকটি নতুন রুট বাড়ানোর পরিকল্কপ্পনা চলছে বলেও জানান জাহিদুল ইসলাম।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।