মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

ফরিদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৯৫ Time View
2

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মো. শাকিল (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২) জুন সকাল দশটার দিকে মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল (১৭) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরুইল গ্রামের সিটু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মো. শাকিল। কাজের সময় হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে অবস্থায় প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. মিরাজ হোসেন বলেন, উপজেলা পরিষদের বর্ধিত নির্মাণাধীন পঞ্চম তলার ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। তবে কাজ বাস্তবায়ন করছিলেন স্থানীয় আল আমিন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পঞ্চম তলায় কাজের সময় হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে শ্রমিক মো. শাকিল নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category