বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মাদারীপুরে বাংলাদেশগীতা শিক্ষা কমিটির জেলা সংসদের অভিষেক অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৪৮ Time View
6

নানা আয়োজনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) মাদারীপুর জেলা সংসদের শুভ অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল ১০ টায় শহরের পাঠক কান্দিস্থ ভারত সেবাশ্রম মন্দিরে মাদারীপুর জেলা সংসদের উদ্যোগে শুভ অভিষেক, গীতাপাঠ ও গীতা দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মাদারীপুর জেলা সংসদের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাঠক কান্দি প্রনব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দ (জীবন) মহারাজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝন্টু চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্ত্তিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের মাদারীপুর জেলার সহকারী পরিচালক মিন্টু কুমার ভদ্র অর্ঘ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক শ্রীমদ্ভাগবদ গীতা অনুশীলন সংঘের কেন্দ্রীয় সভাপতি হরিপদ দাস।

এসময় আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের মাদারীপুর জেলা সভাপতি প্রানতোষ মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন দত্ত, মাদারীপুর জেলা সুপার তুহীন কান্তি খান প্রমুখ।

জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার মন্ডল ও সদস্য কেয়া বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস।

ফুল দিয়ে অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত কণ্ঠে শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ, শপথবাক্য পাঠ ও শুভ অভিষেক, আলোচনা সভা, গীতা বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category