বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৮৫ Time View
21

নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের পাংখারচর শতদল মাধ্যমিক বিদ্যালয়ের কোরাম পূরণ না হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত করা হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, ওই এলাকার সুধীজন ও বিভিন্ন অভিভাবক ভোটার গণ অভিযোগ করে বলেন, অত্র স্কুলের সাবেক  ম্যানেজিং কমিটির বিভিন্ন অনিয়ম, বিতর্কিত নির্বাচন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়ার ভুল সিদ্ধান্তে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে ওই এলাকার সুধী জন এবং জনমনে চলছে নানান গুঞ্জন।

বিষয়টি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম অবগত হলে সোমবার (১৩ মে) শতদল মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত ১০ জন সদস্যদ ও প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন। এরপর সকলের উপস্থিতিতে এক এক করে অভিযোগ শুনেন। এক পর্যায়ে তিনি এ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে মর্মে জানান।

  ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, নির্বাচনে বিতর্ক রয়েছে কোরাম পূরণ না হওয়ায় আমার কাছে মনে হয় এ নির্বাচন গ্রহণযোগ্যমূলক হয়নি। আমরা নতুন করে রেজুলেশন করছি পরবর্তীতে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির নির্বাচনের বিষয়টি নতুন করে রেজুলেশন করে বোর্ডে পাঠানো হবে। বোর্ড থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category