বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু, আহত ১
মোঃ জামিল হায়দার (জনি) নাটোর প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
৩৪৩
Time View
বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু, আহত ১
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় ভ্যানের এক যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রান ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোজাহার আলী সেখ ওরফে মোজা (৩৭)। সে উপজেলার পারকোল গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলীমুল ইসলাম জানান, ভ্যান নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একজন যাত্রীসহ ওই ভ্যানচালক অজ্ঞাত একটি ট্রাকের নীচে পড়ে। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ভ্যানচালক। আহত হয় যাত্রী নূরদহ গ্রামের মিজান সেখ(৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত...
8
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় ভ্যানের এক যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রান ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোজাহার আলী সেখ ওরফে মোজা (৩৭)। সে উপজেলার পারকোল গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলীমুল ইসলাম জানান, ভ্যান নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একজন যাত্রীসহ ওই ভ্যানচালক অজ্ঞাত একটি ট্রাকের নীচে পড়ে। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ভ্যানচালক। আহত হয় যাত্রী নূরদহ গ্রামের মিজান সেখ(৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত ও আটক করার চেষ্টা করছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।