বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ Time View
10

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের মিড টার্ম রিভিউ মিশন কর্তৃক গোপালগঞ্জ পৌর এলাকার বিভিন্ন চলমান/সম্পাদিত স্কীম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব ব্যাংকের খুলনা রিজনের একটি প্রতিনিধি দল এবং এলজিইডি’র কর্মকর্তাবৃন্দ গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন চলমান/সম্পাদিত প্রকল্প পরিদর্শন করেন।

এসময় বিশ্বব্যাংকের নগর উন্নয়ন বিশেষজ্ঞ এবং টাস্ক টিম লিডার (টিটিএল) মানশা চেন, পরামর্শদাতা মিক উইন্টার, হুরায়রা জাবিন, এস এম হাফিজ আল মামুন, প্রোগ্রাম সহযোগি জিনিয়া সুলতানা এবং এলজিইডি’র এলজিসিআরআরপি’র সমন্বয়কারী ও প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, মেয়রের সহকারী নাড়ু গোপাল সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধি দল গোপালগঞ্জ পৌরসভায় পৌঁছালে সেখানে গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ব ব্যাংক থেকে পরিদর্শনে আসা প্রতিনিধিগণ ও প্রকল্প পরিচালক বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।

এদিকে গোপালগঞ্জ পৌরসভাকে নান্দনিক সৌন্দর্যে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে ভবিষ্যৎ মাস্টার প্ল্যানগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় সেদিকে জোর দিতে সংশ্লিষ্টদেরকে জননন্দিত মেয়র শেখ রকিব হোসেন বিশেষভাবে অনুরোধ জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category