বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মাদারীপুরে ৫টি ভিন্ন ক্যাটেগরীতে ১০ নারী পেল জয়িতা পুরস্কার

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ Time View
14
‘মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু’ পঞ্চকাব্য বইটির মোড়ক উন্মোচন
মাদারীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫টি ভিন্ন ক্যাটেগরীতে ১০ জন শ্রেষ্ঠ নারী কে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন তারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী রহিমা খাতুন, সফল জননী সানজিদা হোসেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সোহানা বিলকিস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রহিমা আরা দোলা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী মিসেস আনোয়ারা।
এছাড়াও জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রহিমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হোসনেয়ারা, সফল জননী সানজিদা হোসেন রানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী নিপা বিশ্বাস ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী উম্মে সায়মা।
এসময় আনোয়ারা রাজ্জাক আনু চৌধুরীর লেখা ‘মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু’ পঞ্চকাব্য বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর নির্বাহী কর্মকর্তা আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন সরকারি কর্মকর্তা সহ অন্যরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category