বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রামপালে আ’লীগের প্রস্তুতি সভা

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪১৩ Time View
2

বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন বার বার নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

এ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, মো. বজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, তরফদার মাহফুজুল হক টুকু, শেখ মো. মোস্তাফিজুর রহমান সোহেল, তালুকদার সাব্বির আহমেদ, মোসা. সুলতানা পারভীন (ময়না), জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডলসহ উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১৩ ই নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষে রামপাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০ টি বাস দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসভায় যাতে রামপাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যেতে পারে, তার সর্বাত্মক ব্যবস্থা করবে রামপাল উপজেলা আওয়ামী লীগ ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category