বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

দাকোপে পাউবোর ৩২ নং পোল্ডারে কাজে ব্যাপক অনিয়ম চলায় ভাংগন এলাকা পরিদর্শন করেন হুইপ পঞ্চানন বিশ্বাস

দাকোপ,খুলনা প্রতিনিধি, গোলাম মোস্তফা খান
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩১৫ Time View
4

খুলনার দাকোপ উপজেলায় ৩২ পোল্ডারের ১২টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঁঙ্গনরোঁধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় ২৫ শে মে বৃহস্পতিবার ভাংগন এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এম পি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দাকোপের ৩২ নং পোল্ডারের ১২টি পয়েন্টে চলছে জিও ব্যাগ ফেলে ভাঁঙ্গন প্রতিরোধের কাজ।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা বলে স্থানীয়দের অভিযোগ। ব্লক ছাড়া স্থায়ী ভাঁঙ্গন রোধ সম্ভব নয় বলে সচেতন সমাজের দাবী।দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্টানের খামখেয়ালীপনা,পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের চাটুকারিতার মধ্যে দিয়ে কাজের মান নিয়ে,যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছ জনমনে।

গত মংগলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আজ বৃহস্পাপতিবার হুইপ পঞ্চানন বিশ্বাস পানি উন্নয়ন বোর্ড,বিশ্ব ব্যাংকের প্রতিনিধি,সুতারখালী ও কামারখোলা উনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ ও একদল সাংবাদিক পয়েন্ট গুলো পরিদর্শনে গেলে নানা অনিয়মের চিএ ধরা পড়ে ।

জিও ব্যাগে ২৮০কেজি বালি দেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছেনা বলে স্থনীযরা দাবী তোলেন।পরে সবার উপস্থিতিতে মাপ করে ১৮৫কেজি এবং ২৫০ কেজি বালিন পাওয়া গেছে।এছাড়া কাঁদাবালির নমুনা পাওয়া গেছে।বস্তা গণণায়ও রয়েছে শুভংকরের ফাঁকি।এ সময় প্রতিনিধিদের উপস্থিতিতে বিপ্লব নামের একজন সাব কন্টাকটরের কাজ বন্ধ রাখার ঘোষনা দেন। উপস্থিত জনসাধারন কাজের নানা অসংগতি তুলে ধরেন।তারা জানায়,৩২নং পোল্ডারটি দারুন ঝুঁকিপূর্ণ।

১২ টি পয়েন্ট এতটাই ঝুঁকিপূর্ণ যে,এসব পয়েন্ট ভেঁঙ্গে এলাকা প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী । পাশাপাশি চরম বিপদাপন্ন পোল্ডারটি ঘিরে সংশ্লিষ্ট দপ্তর গুলোর রযেছে দায়সারা তদারকি!সরেজমিনে দেখা গেছে,বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণের পর পরই দেখা দিয়েছে ভাঁঙ্গন।

রাস্তার পাঁশঘেসে মাটি কাটা,পূনরায় সেসব জায়গায় নতুর করে ঘরবাঁধা নিয়মে পরিনত হয়েছে!মাটির সাথে বালি মিশানোর ফলে বৃষ্টির সাথে সাথে এসব রাস্তার যত্রতত্র বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও ধ্বসে পড়তেও দেখা গেছে।স্থানীয়দের দাবী ছিল ব্লক দিয়ে ভাঁঙ্গন রোধ ফাঁকি।সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে কাজের দূর্নীতির বিষয়টি স্পষ্ট প্রমান মেলে। এদিকে৩২ নং পোল্ডারে এখনো গাছ লাগানো বাঁকী রয়েছে অনেকটা।কবে হবে জানা নেই কারোও।১২টি পয়েন্টে কতগুলো জিওব্যাগ পড়বে তা বলতে পারেনি সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের সামনে এসব অনিযমের চিএ ধরা পড়ে!কালাবগীর একটি পয়েন্ট নতুন রাস্তা ছিদ্র করে লবণ পানি তোলার দৃশ্য দেখা গেছে।এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী গোপাল দত্তকে বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য দৃষ্টি আকর্ষন করে এলাকাবাসী।এসব জায়গা গুলো দেখার জন্য কমিটি করে দেয়া হয়।

কিন্তু এর পরও ২৪ তারিখ জিওব্যাগ ওজন করে ২৫০কেজি বালু পাওয়া যায় বলে তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান।সরকারি পদক্ষেপের সব ভেঁস্তে যেতে বসেছে ঠিকাদারি প্রতিষ্টান,পানি উন্নয়ন বোর্ড,বিশ্ব ব্যাংকের প্রতিনিদিসহ সংশ্লিষ্টদের গাফিলতিতে।

এ ব্যাপারে খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন বালির বস্তায় গণনায় অনিয়োম বস্তায় ওজনে বালির পরিমান কম দেওয়া এবং কাদাযুক্ত বালি ভতি করার মতো অনিয়ম আমাদের চোখে ধরা পড়ায় সাব ঠিকাদারের কাজ বাতিল করে সিডিউল মোতাবেক কাজ শুরু করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বললেন ৩২ ও ৩৩ নং পোল্ডারে মোট ৪০ কোটি টাকার কাজ চলছে। এব্যাপারে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেন ঔ কাজে আর অনিয়ম হবে না এবং নিয়মিত কাজ তদারকি করবেন বলে পাউবোর কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন। দাকোপ খুলনা

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category