সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

নাচোলে ৩টি দোকানঘর ভস্মীভূত; সর্বশান্ত ৩টি পরিবার!

নাচোল প্রতিনিধি, শাকিল রেজা
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৮৬ Time View
38

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনটি দোকান ঘর ভস্মিভূত হয়। গতকাল শুক্রবার নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে দিবাগত রাত ১২:৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় আনুমানিক ১২টা ৩০মিনিটে আগুনের লেলিহান শিখা দোকানের উপর দিয়ে দেখতে পাই।

পরবর্তীতে আগুন নিভাতে কাছে এলে দোকানে রাখা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরিত হলে সাধারণ জনগণ আগুন নিভাতে কিছুটা ভীতসন্ত্রস্ত হয়। পরে নাচোল ফায়ার সার্ভিস কর্মীগণ ও সাধারণ জনগণের ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে দোকানের সব মালামাল, আসবাবপত্র, এমনকি ছাদের টিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক জাহিদ জানান, ১০:৩০ মিনিটে আমি দোকান ঘর লাগিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই।

এরপর রাত ১২ঃ৪৫ মিনিটে মুঠোফোনে আমার দোকানের আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি দোকানঘর দাউ দাউ করে জ্বলছে। আর এক পল্ট্রি ব্যবসায়ী বুলবুল জানান, রাত দশটার দিকে প্রতিদিনের ন্যায় আমি দোকান লাগিয়ে বাসায় চলে যাই। আগুন লাগার খবর শুনে ছুটে এসে দেখি আমার দোকানের প্রায় সব কিছুই পুড়ে শেষ। অন্য এক গুদাম ব্যবসায়ী দোকানদার খইবুর রহমান একই কথা জানান।

তিন দোকানের সব মিলিয়ে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮লক্ষ টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের দোকানীরা আরও জানান, ঋণের টাকায় চালানো দোকান সেটাও পুরে আজ আমরা পথে বসেছি।পরিবারের খরচ ও ঋণের টাকা বহন করার ক্ষমতা আমাদের একেবারেই নেই।

দোকানীদের অভিযোগ, কেউ তালা ভেঙে ইচ্ছাকৃতভাবে দোকানে আগুন দিয়েছে। গ্রামের সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা না পেলে পাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকগুন বেড়ে যেত। ফায়ার সার্ভিস অফিসার গোলাম মোস্তফা জানান, ৯৯৯লাইনে কল করলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সব কিছু খুইয়ে সর্বস্বান্ত দোকানিরা সর্বশেষ সরকারের সাহায্য কামনা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense