বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সদস্যের উপর ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ Time View
17

২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ নাগাদ রবি সরকার (৪৭) বিএনপির একটি জরুরী সভা থেকে নিজ বাড়িতে ফেরার পথে টেকেরহাট বাস স্টান্ড সংলগ্ন এলাকা থেকে একটু সামনে, হটাৎ ছাত্রলীগ নেতা হামিদ শেখ (২৭) ও তার সহপাঠীরা পিছন থেকে এসে তার উপর হামলা চালায়।

মুহুর্তের মধেই আরো একটি বাইক নিয়ে হামলার সাথে মিলিত হয় রবি সরকারের পার্শ্ববর্তী এলাকার ছাত্রলীগ নেতা সুমন মন্ডল (২৮)। তাদের হাতে ছিলো বাঁশের লাঠি ও ধারালো ছুড়ি। ঘটনাস্থলে হামিদ শেখের সহপাঠীরা রবি সরকারকে বাঁশের লাঠি দিয়ে পেটায় ও সুমন মন্ডল ছুড়িকাঘাত করে।

সুমন মন্ডল রবি সরকারের কপালে ছুড়ি দিয়ে আঘাত করলে খানিকটা কেঁটে যায়। মারামারির এক পর্যায়ে একটি যাত্রীবাহী অটোরিক্সা এসে পড়লে সুমন মন্ডল ও তার সঙ্গীরা দ্রুত ঘটনা স্থান থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আক্রমণ কারীদের মধ্যে সুমন মন্ডল ও হামিদ শেখ পরিচিতি মুখ হওয়ায় (ছাত্রলীগ নেতা) রবি সরকার তাদের খুব সহজেই সনাক্ত করতে পারলেও বাকি দুজন হেলমেট পড়ে থাকার কারনে রবি সরকার তাদের পরিচয় সনাক্ত করতে পারেনি।

পরে রবি সরকারকে আহত অবস্থায় ঐ এলাকার স্হানীয়র রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ঐ একই দিনে রবি সরকার চাচাতো ভাই অমল সরকার (৪০) সেনদিয়াঘাট পুলিশ ফাড়িতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করতে গেলে ফাড়ির পুলিশ মামলা নেয় না।মুমূর্ষু অবস্থায় ভর্তি হওয়ার দুদিন পর কিছুটা সুস্থ হলে ডাক্তার তাকে হাসপাতাল থেকে মুক্ত করেদেন।

রবি সরকার আরো জানান যে আসান্ন ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে এই ছাত্রলীগ নেতা্রা, বিরোধী দল বিএনপি নেতা কর্মিদের নজরে নজরে রাখছে এবং সুযোগ বুঝে আক্রমন করছে।

এমন কি ঘটনা স্থানে সুমন মন্ডল , রবি সরকার ও তার ছেলে সুজয় সরকার কে প্রাণনাশের হুমকিও দেয়। সুজয় সরকার এই মুহুর্তে লন্ডনে অবস্থান করছেন।এঘটনায় পুলিশ রবি সরকারের মামলা না নেওয়াতে মুকসুদপুর বিএনপি দলের নেতারা এই ঘটনার তিব্র নিন্দা জানিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category