বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মাগুরায স্বাস্থখাতের অব্যবস্থাপনার ও ডাক্তারদের উচ্চ ফী আদায়ের বিরুদ্ধে মাগুরায় গণ কমিটির মানববন্ধন

 মাগুরা সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯৯ Time View
12

আজ ১৮ অক্টোবর মঙ্গলবার মাগুরা চৌরঙ্গীর মোড়ের প্রেসক্লাবের সামনে মাগুরা জেলা গণ কমিটি আয়োজিত মাগুরার স্বাস্থখাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ডাক্তারদের অতিরিক্ত ফী আদায়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় |

উক্ত মানবন্ধন অনুষ্ঠানে বক্তারা মাগুরা জেলার চিহ্নিত অপচিকিৎসকদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার জন্য জেলা সিভিল সার্জনের সমালোচনা করেন, পাশাপাশি অপচিকিৎসায় মৃত রোগীদের ব্যাপারে যথাযথ তদন্ত না হওয়ায় একের পর এক রোগী মারা যাচ্ছে, এব্যাপারে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার জন্য বক্তারা আহবান জানান |

সমাবেশের সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী। সমাবেশ পরিচালনা করেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, এটিএম আনিসুর রহমান, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক কাজী জিন্নাতুর নূর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা কমিটির সদস্য নিখিল মিত্র, সদস্য বাসারুল হায়দার বাচ্চু, আব্দুল গফুর মোল্যা।

গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী বলেন, মাগুরায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। এখানে ব্যাঙের ছাতার মতো অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে। এগুলোতে কখনো নার্স ডাক্তার সেজে অপারেশন করে রোগী মেরে ফেলে, কখনো রোগীর শরীরে অন্য গ্রুপের রক্ত ঢুকিয়ে মেরে ফেলে।

তারপর এদের কিছু জরিমানা হয়; কয়দিন ক্লিনিক বন্ধ থাকে; তারপর উপর মহলে টাকা দিয়ে আবারও খুলে যায় এসব ক্লিনিক। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত, সাধারণ রোগীদের ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ চিকিৎসা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়।

ফলে রোগীরা এসব ক্লিনিকে যেতে একভাবে বাধ্য হয় এবং অপচিকিৎসার শিকার হন। মাগুরা জেলায় চিকিৎসা ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করে, সুচিকিৎসার ব্যবস্থা করতে সমাবেশ থেকে আয়োজকরা দাবি জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category