বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

সুবর্ণচরে গবাদিপশুকে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩০৯ Time View
16

নোয়াখালী সুবর্ণচরে গবাদিপশুকে গাছের সাথে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চরজব্বর থানা পুলিশ। এমন অমানুবিক ঘটনায় নিন্দা জানান এলাকাবাসী।

ঘটনাটি ঘটে ৩ অক্টোবর (সোমবার) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্চপিয়া গ্রামে।

ভুক্তভোগী উত্তর কচ্চপিয়া গ্রামের মৃত জালাল আহম্মদের পুত্র হাবিব উল্যাহ মিয়া (৫০) বলেন, ২ অক্টোবর সন্ধ্যায় আমার একটি বেড়া ও একটি গাভীন ছাগল নিখোঁজ হয়, অনেক খোঁজাখুঁজি করার পর একই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র নাসির উদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি একেকবার একেক কথা বলেন এতে আমাদের সন্দেহ হয়।

পরদিন ৪ অক্টোবর (সোমবার) খোঁজাখুঁজির এক পর্যায়ে নাসির উদ্দিনের ঘরের পাশে কালো গাভীন ছাগলটি গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় এবং বেড়াটি পাশের জমিনে মৃত পড়ে আছে দেখতে পেয়ে আমরা ৯৯৯ ফোন করলে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নাসির ছাগলকে বেঁধে রাখার বিষয়ে স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে জানতে পারলাম সমাধানের আস্বাস দিয়ে নাসির থানা থেকে চলে আসে। হাবিব উল্যাহ আরো বলেন, এ পর্যন্ত সে আমার আরো গবাদিপশু মেরে পেলেছে, আমি তার উপযুক্ত বিচার চাই। হাবিব উল্যাহর ছেলে নুরুল আমিন (২৭) বলেন, আগের দিন নাসিরকে ছাগলের কথা জিজ্ঞেস করলে সে ছাগলকে লুকিয়ে রেখে প্রতিবেশী অন্যান্য লোকজনের কথা বলে আমাদের বিব্রত করে।

পরদিন তার ঘরের পাশে ফাঁস লাগানো অবস্থায় ছাগলটি মৃত উদ্ধার করি। গবাদি পশু লালন পালন করলে মাঝে মাঝে কৃষকদের অগোচরে পাশাপাশি বাড়িতে যায়, যদি তার কোন ক্ষতি হতো আমাদের বলতে পারতো, নাসির কিন্তু সেটা না করে ছাগলকে ফাঁসি দিয়ে মারার মত অমানুবিক কাজের উপযুক্ত বিচার চাই।

এমন অমানুবিক ঘটনার জন্য নিন্দা জানান এলাকাবাসী অভিযোগের বিষয়ে নাসিরের কাছ থেকে ঘটনার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাগল আমার গাছ পালা নষ্ট করবে মনে করে আমি ছাগলকে গাছের সাথে বেঁধে রাখি, এর পর আমি ভুলে যায় সারারাত বৃষ্টির হওয়ার কারনে ছাগলটি মারা যায়, তবে বেড়া কে মারছে সেটা আমি জানিনা। আমি তাদের ক্ষতি পূরণ দিয়ে দিবো। চরজব্বর থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, এসআই অমর্ত্য কে দায়িত্ব দেয়া হয়েছে

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category