বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বিএসএমএমইউর উপাচার্যের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৫৯ Time View
11

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের রত্মগর্ভা মা হোসনে আরা বেগমের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় মরহুমার বড় পুত্র মহসিন আহমেদ, মেজো পুত্র বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ছোট পুত্র সালাউদ্দিন আহমেদ মায়ের পক্ষে সকলের নিকট দোয়া চান।

নামাজে জানাযা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন। নামাজে জানাযায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, কমিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির

পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ্ আল হারুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কিজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজাদ হোসেন মৃধা সহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মা গত রোববার (২ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দ) দুপুর ১২ টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category