বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

আশুলিয়ায় বড় ভাইয়ের হামলায় হাসপাতালে ছোট ভাই

আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৭৩ Time View
12

আশুলিয়ার জিরানি বাজার নবী টেক্সটাইল এলাকায় আপন ছোট ভাইয়ের ও ক্রয়কৃত জমি ও দোকান থেকে জোরপূর্বক ভাড়া উত্তোলন সহ দখলে নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।

ভাড়া উঠানোর সময় বাঁধা প্রদান করলে শফিকুল ইসলাম স্বপন,(৫০) পিতা মৃত হেলাল উদ্দিন প্রামাণিক, মাতা সাহেরা বেগম ২,মোঃ পিন্টু (৩০), পিতা শফিকুল ইসলাম, মাতা হাবিবা বেগম ও মোঃ রিদয় হোসেন (২৫) সর্ব সাং- পূর্ব কলতাসুতি নবী টেক্সটাইল ১ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর লাঠি রড সহ দেশীয় অস্ত্র সস্র নিয়ে হামলা চালায় এতে মোঃ আমজাদ হোসেন (৪২) পিতা মৃত হেলাল উদ্দিন প্রামাণিক, মাতা মৃত সাহেরা বেগম, সাং কলতাসুতি পশ্চিমপাড়া আশুলিয়া ঢাকা গুরুতর আহত হয় বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হসপিটালের ভর্তি আছে।

খোঁজ নিয়ে জানা যায় আমজাদ হোসেন ও প্রবাসী আওলাদ হোসেন খাঁনের ক্রয়কৃত কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় নবী টেক্সটাইল সাকিনে এসএ- ৮৪ নং. আরএস -৪১নং খতিয়ানভুক্ত এসএ -৩৯ নং আরএস-৬৮ নং দাগে ১৭ শতাংশ ইহার কাতে ৮,৫০ শতাংশ জমি সহ ৮ টি দোকান ঘর ক্রয় করিয়া ঘর ভাড়া দিয়ে শান্তি পূর্ণভাবে ভোগদখল করে আসছিলো।

সেই জমি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ পায়তারা চালিয়ে যাচ্ছে। মোঃ আমজাদ হোসেন বলেন শফিকুল ইসলাম স্বপন দীর্ঘদিন যাবৎ এই জমি দখলে নেওয়ার জন্য আমার উপর হামলা চালিয়েছে। আজ ৩ আগস্ট মঙ্গলবার সকালে ১২ টার দিকে আমার উপর হামলা চালায়, আমার বড় ভাই হলে কি হবে সে একাধিক বিবাহ করা সহ এলাকায় এমন কোন অপরাধ নাই নেই করে না।

আমার ক্রয়কৃত জমি নিজের দাবি করে উক্ত জমিতে থাকা দোকান পাট থেকে ভাড়া উত্তোলন ও জমি দখলের পায়তারা করছে। আমি বাঁধা প্রধান করিলে ভূমিদস্যু শরিফুল ইসলাম স্বপন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা চালায় ও মারধর করে।

আমি এবিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি ও কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এলাকাবাসী জানান, শফিকুল ইসলাম স্বপন ,জিরানি নবী টেক্সটাইলে সাথী ফ্যশান সাথে নিজ বাড়িতে প্রতিদিন জুয়ার আসর বসিয়ে ও, রমরমা দেহ ব্যবসা,মাদক সেবন ও মাদক ব্যবসা কর হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।

তার ছেলেকে দিয়ে করানো হয় ছিনতাই এবিষয়ে কাশিমপুর থানায় তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। শফিকুল ইসলাম স্বপন একজন খারাপ প্রকৃতির লোক স্থানীয় প্রশাসন এবিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী সচেতন মহল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category