শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

মাদারীপুরে শুভসংঘের উদ্যোগে গরীব পরিবারকে খাদ্য সামগ্রী ও দুইজনকে চিকিৎসার জন্য অর্থ দেয়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৮২ Time View
22

মাদারীপুরে শুভসংঘের উদ্যোগে রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ২নং শকুনি এলাকায় শুভসংঘের নিজস্ব অফিসে একটি গরীব পরিবারকে খাদ্য সামগ্রী ও একজন শিশু ও একজন বৃদ্ধাকে চিকিৎসার জন্য নগদ অর্থ দেয়া হয়ছে।

শুভসংঘ মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে নকশি কাথার সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের মাদারীপুর জেলা কমিটির সভাপতি এসএম আরাফাত হাসান।

এ সময় আরো ছিলেন উপদেষ্টা সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জামান কাজল, জেলা প্রতিনিধি বিধান মজুমদার, শুভসংঘের সহ-সভাপতি কাজী মাহাবুব ও মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নুসরাত জাহান মারিয়া, সহ সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, মেহেদী হাসান সজল, তানমিরা সিদ্দিকা জেবু, তানজিম সিদ্দিকা, অরিন্তা, নবীন, সিয়াম, দিদার, সাইফুল প্রমুখ। এ সময় মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকার প্রতিবন্ধী মুক্তি বেগমের পরিবারের জন্য চাল, ডাল, তেল, আটা, লবন, মুড়ি, চিনি, সাবান, সাবানের গুড়াসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেয়া হয়।

এর আগে মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকার বৃদ্ধা আয়মনি বেগমকে চিকিৎসার জন্য টাকা, ওষুধ ও ফলমূল দেয়া হয়। এছাড়াও একই এলাকার একজন শিশুকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেয়া হয়েছে। সবশেষে শুভসংঘের উপদেষ্টা আয়শা সিদ্দিকা আকাশীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category