মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

হবিগঞ্জ উপজেলার জয়নগর সরকারী প্রাইঃ বিদ্যা: ভবনের উদ্বোধন করেন এমপি আবু জাহির

মীর দুলাল, হবিগঞ্জ
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৮৩ Time View
34
হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
প্রায় এক কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এক তলা এই ভবনটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। শুক্রবার (২৯ জুলাই২২) ইং বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এসময় এলাকাবাসী আয়োজিত সমাবেশে অংশ গ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর আঃ গনী- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃব্য রাখেন এডভোকেট আবু জাহির এম পি! তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রত্যন্ত অঞ্চলেও লেখাপড়া সহজ করে দিয়েছি।
এখন লেখাপড়ার জন্য টাকা খরচ হয় না। উল্টো সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মা-বাবার মোবাইলে মাসে মাসে টাকা পাঠানো হয়। এত সুযোগ পাওয়ার পরও কোন শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে এলাকার মুরুব্বীয়ান, অভিভাবক ও শিক্ষাক্ষেত্রে কর্মরতদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাফর, এলজিইডির উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক হাজী আমীর আলী উচ্চ বিদ্যালয়ের কমিটির শিক্ষানুরাগী আলহজ্ব মীর জালাল।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল, লোকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদার প্রমুখ। সুধী সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই সহশ্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense