শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গায় শিশু সুরক্ষা বিষয়ক র‌্যালী

 মোঃ জামিল হায়দার (জনি), নাটোর
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৭১ Time View
13

নাটোরের নলডাঙ্গায় ‘সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’ শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন, উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ রহিম, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুর খাতুন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা,

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা পয্যায়ের সরকারি কর্মকর্তাগণ সহ শিক্ষক, ইমাম, সাংবাদিক, এনজিও কর্মী সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category