হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও মোট ৫০০ টাকা জরিমানা করা হয়! সোমবার ( ২৫ জুলাই২২) ইং বিকালে উপজেলার বুল্লা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন।
এ সময় হবিগঞ্জ কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাঁজা সেবনের দায়ে ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১২৫ টাকা করে মোট ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এসময় ২৫০ গ্রাম গাঁজা ও মাদকসেবনের যন্ত্রপাতি জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো - উপজেলার পশ্চিম সিংহগ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে মোঃ শহিদ মিয়া তালুকদার (৫১), পশ্চিম বুল্লা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে হান্নান মিয়া (৪২), মধ্যসিংহগ্রামের মৃত খতিব হোসেনের ছেলে শাহরুখ মিয়া (৫১), পশ্চিম বুল্লা গ্রামের মৃত কাঙ্গাল মিয়ার ছেলে জব্বার মিয়া (৩৫) এ সময় উপজেলা প্রশাসন কে সহযোগিতা করেন। লাখাই থানা পুলিশের একটি দল।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত