মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

লক্ষ্মীপুরে দিঘলীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

সোহেল হোসেন, লক্ষ্মীপুর
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৫৮ Time View
41

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খানের (ঘোড়া প্রতিক) নির্বাচনী অফিস ভাঙচুরসহ তার কর্মী সমর্থক এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থী সালাহউদ্দিন জাবেদের বিরুদ্ধে।

খবর পেয়ে শনিবার বিকেলে সদর উপজেলা এসিল্যান্ড (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) অমিত রায়সহ চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় নৌকার প্রার্থী সালাহউদ্দিন জাবেদকে কঠোরভাবে সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

তবে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সালাহউদ্দিন জাবেদ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো কর্মী সমর্থক কারো অফিস ভাঙচুর বা হুমকি ধমকির ঘটনায় জড়িত নয়। আমি নিজের নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত। এই দিকে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খান অভিযোগ করে বলেন, নৌকার কর্মী সমর্থকরা সালাহউদ্দিন জাবেদের নির্দেশে দিঘলী বাজারে আমার নির্বাচনী অফিসে ভাঙচুর চালিয়েছে।

পাশাপাশি রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আলতাফ হোসেন খান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সালাহউদ্দিন জাবেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সদর এসিল্যান্ড) অমিত রায় বলেন, কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, বিগত ২৬ ডিসেম্বর দিঘলী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন (আনারস প্রতীক) নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২৬ জানুয়ারী শপথ নেওয়ার আগেই, ১৪ জানুয়ারী তারিখে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আগামী ২৭ জুলাই তারিখে ভোটগ্রহণের দিন ধার্য্য করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense