বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

টাঙ্গাইলে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ নতুন ঘর ও দলিল হস্তান্তর

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬২ Time View
16

টাঙ্গাইলে তৃতীয় পর্যায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ পাকা ঘর পেলো আরও ৩৪৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয়ে ঘরগুলোর কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী টাঙ্গাইলের গোপালপুর উপজেলাকে ভূমিহীন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, জেলায় ৩২০৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়। এদের মধ্যে ২৯৯৩টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। জেলায় অবৈধ দখলে থাকা ১৫০ বিঘা খাস জমি উদ্ধার করা হয়েছে। এই জমির মূল্য প্রায় ৪শ কোটি টাকা। উদ্ধার করা জমিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না।

তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোপূর্বে যে সকল গৃহহীনের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে সেই সব আশ্রয়ণে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও তাদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ দিকে বন্যায় ভাঙনের শিকার হয়ে যে সকল মানুষ গৃহহীন ও ভূমিহীন হয়েছে তাদেরও তালিকা প্রস্তুত করে জমিসহ ঘর দেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category