মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

অবশেষে উকিল নোটিশ পেলেন মাগুরার ৫ম শ্রেণী পাশ তথাকথিত সাংবাদিক, রাজমিস্ত্রি কামরুল

মাগুরা সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫০১ Time View
36

মাগুরা প্রেসক্লাবের পাশাপাশি একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে মাগুরা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়েছিল ১৪ ফেব্রুয়ারী ২০২০ প্রতিষ্ঠাতা সভাপতি এম ফেরদৌস রেজার হাত ধরে |

নিজনান্দুয়ালী গ্রামের মধ্যপাড়ার মজিদ মিস্ত্রির ছেলে হোসেন নাসির কামরুল ইসলাম নিজেকে প্রকৌশলী দাবি করে রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি পদ লাভ করেন |

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ এর শিক্ষা সনদ থাকতে হবে, পরবর্তীতে দেখা যাই সে তো প্রকৌশলী নয়ই, মাধ্যমিকের গণ্ডিটাও পেরোতে পারেনি | অবশেষে দেখা যায় কোনো রকম ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পেরেছেন, কোনো নিউজ লেখা তো দূরের কথা, ভালো ভাবে সংবাদ পড়তেও পারে না |

বছর পনেরো আগেও মাগুরার শহরের বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির সহকারী হিসেবে দৈনিক দিনমুজুর হিসেবে কাজ করতেন | এরপর চলে যান সৌদিআরবের তপ্ত মরুভূমিতে, কিছুদিন কাজকর্ম করে এসে দেশে ফিরে আবার পুরানো পেশায় ফিরবেন বলে ভাবছিলেন, এমন সময় ছোট বেলার বন্ধু নজরুল ইসলাম সাহায্যের হাত বাড়িয়ে দেন, মাত্র ৫ লক্ষ টাকার বিনিময় মাগুরা ক্লাসিক অটো (বর্তমান নাম রুহানি অটো) নাম একটি অটো রিক্সায় ব্যাটারির দোকান দেন মাগুরা বাস টার্মিনালের পাশে , বছর তিনেক নজরুলকে দিয়ে ব্যবসা দাঁড় করিয়ে , কোনো ধরণের হিসাব ও কারণ ছাড়াই, হঠাৎ একদিন তাকে ব্যবসা থেকে বের করে দেন |

এভাবেই প্রতারণার মাধ্যমে পুরো ব্যবসা নিজের কুক্ষিগত করেন, একটি টাকাও দেন নি বন্ধু নজরুলকে | মাগুরা রিপোর্টার্স ইউনিটির অন্য সদস্য ইউনুস আলী “ডেসটিনি” ও “মিশন ২১” নামক দুইটি প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য নিরীহ ও খেটে খাওয়া মনুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এছাড়া সে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে কোর্টমার্শাল এর মাধ্যমে জেল জরিমানা হয় ও পরে তাকে চাকুরিচ্যুত করা হয়, তার এই ধরণের অনৈতিক কর্মকান্ড এখনো বিদ্যমান আছে, গত কিছুদিন আগেও সে অন্য আরেক ব্যক্তির বৌকে ভাগিয়ে বিয়ে করার অভিযোগে জেল খেটেছে ও মাগুরা থানায় এব্যাপারে অভিযোগ রয়েছে, এমন অগণিত অনৈতিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে |

গত ২৮ মার্চ ২০২০ তারিখে অর্থাৎ মাগুরা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার কিছুদিন পরে ইউনুস আলীকে (ভাগ্নিকে বিয়ে করার অপরাধে ও কিছু ছেলেদের অর্থ প্রতারণার অভিযোগে) অনৈতিক কর্মকান্ডের জন্য সবার সম্মতি ক্রমে বহিস্কার করা হয় | এখন এই দুই প্রতারক মাগুরা রিপোর্টার্স ইউনিটির নাম ভাঙিয়েএবং নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক অবিহিত করে বিভিন্ন উপজেলায় শাখা সংগঠন খুলে অধিকাংশ অযোগ্য ও ভুঁইফোড় সাংবাদিকদের দিয়ে অপরাধমূলক কর্ম কান্ড চালিয়ে যাচ্ছে |

এইসব সাংবাদিকদের বেশিরভাগই সংবাদ লিখতে পারে না, যা খুবই লজ্জাজনক এবং এদের কারণে মাগুরায় সাংবাদিকতার পরিবেশ দারুন ভাবে দূষিত হয়ে পড়ছে |

গত ২০ জুলাই মাগুরা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম ফেরদৌস রেজা , অভিযুক্ত কামরুল ইসলামকে লিগ্যাল নোটিস দিয়েছেন, জানতে চাওয়া হয়েছে গঠন তন্ত্রের কোন ধারা বলে তিনি নিজেকে সভাপতি ও বহিস্কৃত ইউনুস আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন, ১৫ দিনের মধ্যে কামরুলের শিক্ষা সনদসহ জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে |

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense