বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

হবিগঞ্জের কোরবানী পশুরহাট পরিদর্শন করেন পুলিশ সুপার

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪৬ Time View
4

হবিগঞ্জের কোরবানীর পশুর হাট বেচা কেনা ও ক্রেতা বিক্রেতা নিরাপত্তার বিধান সঠিক ভাবে পরিচালিত হচ্ছে পশুর হাট গুলি পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

শুক্রবার (০৮ জুলাই২২) ইং হবিগঞ্জ জেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটের আইনশৃংখলা বজায় রাখা ও পশুর হাট গুলোর নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সেটি সরজেমিনে তদারকি করেন পুলিশ সুপার মহোদয়।

হবিগঞ্জ জেলায় ৫৫টি কোরবানির পশুর হাট ইতোমধ্যে বসেছে।

এ সব হাটে আইনশৃংখলা রক্ষার জন্য কাজ করছে জেলা পুলিশ, হবিগঞ্জ।

পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি।

ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, হাটে পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহাড়ায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছা পোষন করেন, তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহাড়ায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে।

হাটের আইনশৃংখলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ হতে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

প্রতিটি কোরবানীর পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম, জালনোট শনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা।

যেকোান ধরনের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করতে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ ও টিআই (প্রশাসন), হবিগঞ্জ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category