সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

আশুলিয়ার জামগড়ায় তাওহীদ এন্টারপ্রাইজ এর শোরুমের উদ্বোধন

সাহাদাত হোসেন আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৬৯ Time View
41

শনিবার বাদ আসর আশুলিয়ার জামগড়া রজবী প্লাজায় এর শোরুমের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন আহমেদ ভূঁইয়া আশুলিয়া থানা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য,আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা সফল সাংগঠনিক সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্ল্যাহ ভূঁইয়া সানি। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সেলিম মন্ডল, ইদ্রিস আলী, সালাউদ্দিন,সাকিল আহমেদ সুজন, নাজমুল হক ইমু, সাগর,খলিল আহমেদ,জিয়া,সেলিম, জাফর মুন্সী সহ আওয়ামীলীগ নেতা ছাফর শেখ,ভয়েস ক্লাবের সভাপতি ইদ্রিস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বাংলার চোখ ষ্টাফ রিপোর্টার।সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ,শাহাদাত হোসেন, সাকিল আহমেদ,দাউদুল ইসলাম নয়ন, সবুজ, মুনসুর আলী,ইমন,সহ বিভিন্ন ব্যাবসায়ী বৃন্দ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সুমন আহমেদ ভূঁইয়া, এসময় ফুল দিয়ে বড়ণ করে নেন অতিথিদের শোরুমের স্বত্তধিকারীরা। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।আব্বাসিয়া জামে মসজিদের ইমাম সাহেব। এরপর সুমন আহমেদ ভূঁইয়া বর্ষায় নষ্ট হয়ে যাওয়া জামগড়া বেরনের রাস্তা পরিদর্শন করেন।

এবং অতি দ্রুত রাস্তা টি সংস্কার করার জন্য ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব আফজাল কে মুঠো ফোনে অনুরোধ করেন।এবং সচিব সাহেব, সুমন আহমেদ ভূঁইয়া কে অশ্বাস দেন, অতি দ্রুত রাস্তা টি সংস্কার করা হবেই। উল্লেখ্য যে জামগড়া ফ্যান্টাসী কিংডমের পিছন থেকে তেঁতুল তলা অবদি রাস্তা টি বর্ষায় পানি জমে চালাচলের অযোগ্য হয়ে পড়েছে।

তাই বেরন তেঁতুল তলা বাসির যাতায়াতের অসুবিধা কথা শুনে সরজিমেনে পরিদর্শন করেন সুমন আহমেদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বেরন তেঁতুল তলা এলাকার মনতুস,দিলু,বিবি,মিন্টু,পল্লাদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন।

সুমন আহমেদ ভূঁইয়া এক জন মানবিক নেতা তিনি জণগনের সুখে দুঃখে সব সময় পাশে থাকে এবং তিনি একজন প্ররিশ্রমী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। সুমন আহমেদ ভূঁইয়ার জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভ কামনা,প্রিয় নেতা কে আল্লাহ পাক নেক হায়াত ও সুস্হতা দান করুক।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense