মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিবিতে নতুন যুগের সূচনা আমিনুলের ঘোষণার মধ্য দিয়ে “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শেষ” বা “প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত” মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ১২ ডিসেম্বর, আবেদনের শুরু মঙ্গলবার বিপিএলের নিলাম স্থগিত হলো “দিল্লিকে কাঁপানো ৩৭ মিনিট: ঘটনার বিবরণ” দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা সরকারি কর্মচারীদের আয়কর কর্তনের নতুন নির্দেশনা রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে : প্রেস উইং আ.লীগের দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : লায়ন ফারুক মাদারীপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

লোহাগড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে রেজুলেশনের জালিয়াতির অভিযোগ

অনুসন্ধানী রিপোর্টঃ পর্ব-০১
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৮৯ Time View
33

নড়াইলের জেলার লোহাগড়া উপজেলাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়নে অবস্থিত “দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়” অত্র স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে রেজুলেশনের এজেন্ডা পরিবর্তনের অভিযোগ দ্বায়ের করেছে অত্র স্কুলের ম্যানেজিং কমিটি সদস্যরা।

সুত্রে জানা যায়, রেজুলেশন জালিয়াতির অভিযোগের কারণে অত্র স্কুল প্রধান কে রেজুলেশন তলব করার জন্য বিজ্ঞ আদালত সহকারী জজ নড়াইল নিকট হতে আবেনদের পরিপ্রেক্ষিতে নোটিস দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত সহকারী জজ নড়াইল নিকট আবেনদ নাম্বার মামলা নাম্বার-১২/২০২২ইং মামলা নাম্বার-৪৭/২০২২ইং দিঘলিয়া ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যেখানে প্রতিনিয়ত মানুষ খুন হয়, ঠিক তেমনই প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে দেখার যেনো কেউ নাই।

আদালতে অভিযোগ দায়ের হওয়ার পর স্কুলের অভিযোগের সততা অনুসন্ধান কালের এক রিপোর্টে অভিযোগের কিছু সততা খুজে পাওয়া যাই, তারই ধারাবাহিকতায় আজ প্রথম পর্বে তার কিছুটা অংশ সবার কাছে প্রকাশ করলাম।

দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহা প্রধান শিক্ষক হওয়ার পর থেকে স্কুলে সুশিক্ষার অভাব দেখা দিয়েছে। অভিযোগের ব্যাপারে অত্র স্কুলের কমিটির কয়েক জন সদস্যের সাথে কথা হলে জানা যায়, অত্র স্কুলের প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহা তিনি রেজুলেশন খাতা নিজ বাসায় নিয়ে লিখেছেন, তিনি রেজুলেশন খাতা বাসায় নিয়ে এজেন্ডা পরিবর্তন করেন।

এবিষয়ে অত্র স্কুলের শিক্ষক প্রতিনিধি সদস্য কিংকর চন্দ্র সমাজদারের সাথে কথা হলে তিনি জানান, প্রথান শিক্ষক বাসায় রেজুলেশন খাতা নিয়ে যেয়ে একা একা রেজুলেশনের এজেন্ডা লিখেছে এবং রেজুলেশন করেন, আমাদের কমিটির কারো সামনে রেজুলেশন লেখেনি।

কিংকর চন্দ্র সমাজদার আরো জানান, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ৩০ টাকা করে নিয়েছে এবং ২০২২ সালের SSC পরিক্ষার্থীদের কাছ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন অতিরিক্ত আদায় করেছে। অভিযোগের বিষয়ে নির্বাচিত সদস্যগণের থেকে আরো জানা যায়, প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহা’র নামে নড়াইল বিজ্ঞ সহকারী জজ মহাদয়ের আদালতে দেওয়ানি/ নিষেধাজ্ঞা জারির মামলা হয়েছে। দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতির ধারাবাহিক পর্বে আরো নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরবো।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense