মাদারীপুরের টেকেরহাট বন্দরে ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার
রাজৈর প্রতিনিধি
Update Time :
বুধবার, ৮ জুন, ২০২২
৩০৭
Time View
মাদারীপুরের টেকেরহাট বন্দরে ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর পৌরসভার ময়লার ভাগার থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। তবে নবজাতকের পরিচয় মেলেনি। নবজাতকের মৃত দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর পৌর এলাকার টেকেরহাট বন্দরের হাজী হাশমত ফিলিং স্টেশনের অপর দিকে পৌরসভার ময়লার স্তূপের ভাগার থেকে অজ্ঞাত এক ছেলে নবজাতকের মৃত দেহ স্থানীয়রা দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আলামত সংগ্রহ করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে। এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, সাধারন ডায়েরি সুত্রে পোস্ট মর্টেম রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা...
9
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর পৌরসভার ময়লার ভাগার থেকে নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।
তবে নবজাতকের পরিচয় মেলেনি। নবজাতকের মৃত দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর পৌর এলাকার টেকেরহাট বন্দরের হাজী হাশমত ফিলিং স্টেশনের অপর দিকে পৌরসভার ময়লার স্তূপের ভাগার থেকে অজ্ঞাত এক ছেলে নবজাতকের মৃত দেহ স্থানীয়রা দেখতে পেলে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে আলামত সংগ্রহ করে। পরে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে মৃতদেহ পাঠানো হয়েছে।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, সাধারন ডায়েরি সুত্রে পোস্ট মর্টেম রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।