
আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুর রাকিব (পরিচালক) সততা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার এর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ সদরে দক্ষিণ কোরিয়ার যাত্রীদের জন্য দোয়া মাহফিল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ০৬ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলার জনাব মোঃ আব্দুল বারেক সাহেব, চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোঃ মানিক, সততা করিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুর রাকিব, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। প্রথমে করিয়ান যাত্রীদের উদ্দেশ্য করে বলা হয় তারা যেন ইসলামের পথে থাকে এবং প্রবাসী হয়ে যেন বাংলাদেশ থেকে লোক নেওয়ার ব্যবস্থা করে।
আরো বলেন, তারা প্রবাসী হয়ে যেন দেশকে আরো এগিয়ে নিয়ে যায়। এর পরে সেই যাত্রীদের পরবর্তীতে কি করণীয় তা সকলকে বুঝিয়ে দেন।পরে দোয়া করে আলোচনা শেষ করা হয়। এর পরে মোটরসাইকেল নিয়ে পুরো উপজেলা ঘুরে আসেন কোরিয়ান যাত্রীদের নিয়ে। মধ্যে নামাজের বিরতি রেখে। পরে দুপুরের খাবার খেয়ে। উক্ত দোয়া মাহফিল শেষ করা হয়।