বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ Time View
5

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জে ঘর পাচ্ছেন ৬১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

গোপালগঞ্জেও ৬১২টি ভূমিহীন পরিবারকে একটি করে ঘর ও দুই শতক জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করবেন। এ লক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি’র সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ নাজমুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জেলার পাঁচটি উপজেলার ৬১২ টি পরিবারকে নতুন ঘর দেওয়া হবে।

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯৩ টি, মুকসুদপুর উপজেলায় ৪৬ টি,কাশিয়ানী উপজেলায় ৪০ টি কোটালীপাড়া উপজেলায় ২৫ টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৮ টি গৃহহীন পরিবার পাবে স্থায়ী আশ্রয়স্থল। এর আগে ১ম‌ পর্যায়ে ৮৫৬ টি এবং ২য় পর্যায়ে ১,১৫৭ টি সহ মোট ২,০১৩ টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category