লক্ষ্মীপুরের স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে যুবক কারাগারে
সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
Update Time :
রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
৩৪৮
Time View
লক্ষ্মীপুরের স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে যুবক কারাগারে
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. পারভেজ নামে এক যুবক তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার ১৬/০৪/২২ইং দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের শামছুল হকের ছেলে। পুলিশ জানায়, ওই ছাত্রীকে পারভেজ প্রায় উত্ত্যক্ত করতো। শনিবার খবর পেয়ে এসআই আবু ইউসুফ ফোর্স নিয়ে বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। পরে পারভেজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়। তাকে লক্ষ্মীপুর...
7
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. পারভেজ নামে এক যুবক তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার ১৬/০৪/২২ইং দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত পারভেজ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের শামছুল হকের ছেলে। পুলিশ জানায়, ওই ছাত্রীকে পারভেজ প্রায় উত্ত্যক্ত করতো।
শনিবার খবর পেয়ে এসআই আবু ইউসুফ ফোর্স নিয়ে বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। পরে পারভেজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়। তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।