বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

নাটোরের সিংড়ায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ!

মোঃ জামিল হায়দার (জনি) নাটোর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৬৭ Time View
25

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন বামিহাল বাজার থেকে ০২ নং ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারের পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।

প্রায় চার কিলোমিটার নির্মিত এ রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিন্মমানের ইটসহ কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি ও ইটের খোয়ার পরিবর্তে রাস্তার ব্যবহারকৃত পুরাতন পিচ ও পুরাতন ইট খোয়া দিয়ে এই রাস্তা নির্মান করতেছে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসার হাসান আলীর সাথে যোগসাজসে এসব করছে ঠিকাদার এমনটাই ভাবছে স্থানীয়রা। অবিলম্বে রাস্তায় এসব নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এমন কি রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার দু’পাশের ব্লোগ গুলো ভেঙ্গে ভেঙ্গে পরতেছে।

এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। এরই মধ্যে এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলী অফিসার হাসান আলীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলী অফিসারকে ম্যানেজ করেই হয়তো এই রাস্তায় ব্যবহার করা হয়েছে নিন্মমানের ইট ও কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি ও খোয়ার পরিবর্তে পুরাতন পিচ ও মাটি।

এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, এই কাজে অনিয়মের বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয় তাদের। তাই ক্ষুব্ধ তারা। তাদের দাবি নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণ করা হোক।

টিকাদার আনিছ হাজির সাথে যোগাযোগ করার চেষ্টা করিলে তাহার ছেলে সোয়াইব হোসেন মাছুদ ও উপজেলা প্রকৌশলী হাসান আলী এলাকাবাসীর এই অভিযোগ কে অস্বীকার করেন, হাসান আলী বলেন এই রাস্তার বোরাদ্দ প্রায় ১ কোটি টাকা ও টিকাদারের ছেলে সোয়াইব হোসেন মাছুদ বলেন ১ কোটি টাকার বেশি বরাদ্দ, তবে রাস্তার কোন অনিয়ম পাই নাই।

উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, ১০(এপ্রিল) রবিবারে আমি রাস্তার কাজ তদন্ত করেছি কোন অনিয়ম পাই নাই তবে পুনরায় তদন্ত করে বিষয় টি দেখা হবে। রাস্তায় এসব নিন্মমানের ইট অপসারণ করে উন্নতমানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই দাবি এলাকাবাসীর।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category