বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

গোপালগঞ্জে সওজ’র নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে সরকারি ইট পাচারের অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮৭ Time View
8

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির যেন শেষ নেই। একের পর এক দুর্নীতির খবরে বিরক্ত জেলাবাসী। গোপালগঞ্জ সওজ -এর নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের নিয়ম বহির্ভূত কার্যকলাপে সড়ক ভবনের অনেক অফিসার ও কর্মচারীরাও অতিষ্ট।

সম্প্রতি সওজ -এর নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেনের যোগসাজশে এক ঠিকাদার কর্তৃক সড়ক ও জনপথ বিভাগ থেকে নসিমন (ট্রলি) গাড়ী যোগে প্রায় ৩ হাজার পুরাতন ইট পাচারের অভিযোগ উঠেছে ওই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে।

গত বুধ ও বৃহস্পতিবার দুপুরে ট্রলি গাড়ীতে করে ওই ইট সদর উপজেলার করপাড়া নামক এক এলাকায় পৌঁছে দিতে দেখা যায়। ইটবাহী গাড়ীর ড্রাইভার জানান, সড়ক ও জনপথ থেকে এক ঠিকাদার তার বাড়িতে ইট পৌঁছে দিতে বলেছে।

তাই সে গাড়ীর ইট তার বাড়িতে নামিয়ে দেন। এদিকে এই বিষয়ে প্রথমে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের সাথে প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ইট নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না, এমনকি ইট গুলো কোথায় যাচ্ছে তাও তার জানানেই।

তবে পরবর্তীতে, তিনি সাংবাদিকদের জানান, সড়ক ভবনের মধ্যে কিছু আবাসিকের সংস্কার কাজ করেছে এক ঠিকাদার। সেখান থেকে বের হওয়া কিছু পুরাতন ইট টেকেরহাট- গোপালগঞ্জ সড়কের মেরামত কাজে তিনি পাঠিয়েছেন।

এদিকে ইট নিয়ে যাওয়া ঠিকাদার নজরুল ইসলাম জানান, ওই পুরাতন ইট তার গ্রামের বাড়ির এলাকার রাস্তার বেশ কিছু জায়গাতে গর্ত হয়ে গেছে। সেখানে সংস্কার করার জন্য ব্যক্তিগত টাকা খরচ করে এক ট্রলি ইট তিনি নিয়েছেন।

অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের কিছু অফিসার ও কর্মচারীরা জানান, নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন সড়ক ভবনের মধ্যে প্রায় সব ধরনের ঠিকাদারী কাজ টেন্ডারবিহীন তার নিজস্ব ঠিকাদারকে দেন।

বিনিময়ে তিনি মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এছাড়া কোন ঠিকাদারের সাহস নেই টেন্ডার বিহীন সরকারি ইট নিয়ে যাওয়ার। এ সবকিছু গোপালগঞ্জ সড়ক ও জনপথ -এর নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের যোগসাজশে হচ্ছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category