আইকেএফ-এর সহ-সভাপতি নির্বাচিত হলেন ডিআইজি হাবিবুর রহমান
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
Update Time :
বুধবার, ৬ এপ্রিল, ২০২২
৪০৩
Time View
আইকেএফ-এর সহ-সভাপতি নির্বাচিত হলেন ডিআইজি হাবিবুর রহমান
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) বর্তমান সফল সাধারন সম্পাদক ও এশিয়ান কাবাডি ফেডারেশনের (একেএফ) সহ-সভাপতি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) অতি সম্প্রতি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (৩১মার্চ) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের কংগ্রেসে বাংলাদেশের প্রথম কোন সংগঠক হিসেবে তিনি সহ-সভাপতি পদে নির্বাচিত হন। বিশ্বের ৩৭টি দেশের প্রতিনিধিদের মধ্যে ৩০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের ১৬ সদস্যের কার্যনির্বাহী পরিষদে তিনি এই গুরুত্বপূর্ণ পদ লাভ করেন। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে একটি সম্মানজনক অবস্থানে অথবা ব্রেক ইভেন্ট পয়েন্ট নিয়ে যেতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনে সহ-সভাপতির পদ প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
12
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) বর্তমান সফল সাধারন সম্পাদক ও এশিয়ান কাবাডি ফেডারেশনের (একেএফ) সহ-সভাপতি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) অতি সম্প্রতি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৩১মার্চ) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের কংগ্রেসে বাংলাদেশের প্রথম কোন সংগঠক হিসেবে তিনি সহ-সভাপতি পদে নির্বাচিত হন।
বিশ্বের ৩৭টি দেশের প্রতিনিধিদের মধ্যে ৩০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের ১৬ সদস্যের কার্যনির্বাহী পরিষদে তিনি এই গুরুত্বপূর্ণ পদ লাভ করেন।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে একটি সম্মানজনক অবস্থানে অথবা ব্রেক ইভেন্ট পয়েন্ট নিয়ে যেতে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনে সহ-সভাপতির পদ প্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।