বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

গোপালগঞ্জে লেবু চাষে স্বাবলম্বী সাবেক জিএস রেজাউল হক জিরু 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৫৩ Time View
14

গোপালগঞ্জে চাকরি নামের সোনার হরিণের পিছনে দৌড়েও চাকরি না পেয়ে হাল ছাড়েননি সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক জিএস রেজাউল হক জিরু। গোপালগঞ্জ জেলা শহরের পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামের নিজ বাড়ির পাশেই পৈর্তৃক ও ক্রয়কৃত প্রায় ৫ বিঘা জমিতে গত দুই বছর পূর্বে সারিবদ্ধভাবে লাগিয়েছেন হাজারটি কাগুজি লেবু গাছ, কলাগাছ ও এর মাঝে রোপণ করেছেন উন্নত জাতের কচু, চিচিঙ্গা (কুশি), ও লাউ।

এর মধ্যেই তিনি ফলন পেতে শুরু করেছেন। আসছে আষাঢ় মাসে তিনি ওই জমিতে উৎপাদিত লেবু বিক্রি করে মাসে লাখ টাকা উপার্জনের আশাবাদ ব্যক্ত করেন। তার বাগানে উৎপাদিত লেবু সহ অন্যান্য সব্জি নিজের সংসারের চাহিদা মিটিয়ে আত্মীয়-স্বজনের চাহিদা পূরণ করে এখন তিনি অতিরিক্ত উৎপাদিত কৃষিপণ্য বাণিজ্যিক ভিত্তিতে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আমাদের প্রতিবেদক আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে সরেজমিনে তার বাগান পরিদর্শনে গেলে তিনি জানান, আমি একজন শিক্ষিত যুবক হয়ে প্রথমে চাকুরির পিছনে দৌড়াদোড়ি করতে থাকি। পরিশেষে কোন চাকরি না পেয়ে বাগান করার সিদ্ধান্ত নেই।

পরে বাড়ির পাশেই প্রায় পাঁচ বিঘা জমিতে ১০০০টি কাগুজি লেবু, বিভিন্ন জাতের ১০০০ টি কলাগাছ, ৫০০০ টি উন্নত জাতের কচু রোপন করে তার পরিচর্যা করছি। গত দুই বছরে আমার সামান্য কিছু অর্থ উপার্জন হলেও এবছর আমার বাগানে উৎপাদিত লেবু বিক্রি করেই মাসে লাখ টাকা উপার্জন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

এ বিষয়ে তিনি আরো বলেন, যদি কারোর নিকট কোন পতিত জমি থাকে, সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে আমার মত আধুনিক চাষাবাদের ফলে লেবুর বাগান ও সবজি চাষ করে সকলে স্বাবলম্বী হতে পারেন। এতে একদিকে যেমন বেকারত্ব ঘুচবে ঠিক তেমনিভাবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সচেষ্ট হবে। কৃষিতে সমৃদ্ধ হবে আমাদের প্রিয় মাতৃভূমি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category