সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় কেনিয়াকে পরাজিত করে শিরোপা জিতলো বাংলাদেশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৯৮ Time View
56

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্ণামেন্ট -২০২২ এর ফাইনাল খেলায় কেনিয়াকে পরাজিত করে বিজয়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবছর প্রতিযোগিতার দ্বিতীয় আসরেও শিরোপা অক্ষুন্ন রেখেছে বাংলার টাইগাররা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর পল্টনস্থ “শহীদ নূর হোসেন” স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে কেনিয়াকে ৩৪–৩১ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ।

গতবারও এই কেনিয়াকে হারিয়ে প্রথম আসরে শিরোপা জিতেছিলেন লাল সবুজের দলটি। এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে।

এরপর সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে কেনিয়ার মুখোমুখি হয় লাল সবুজের খেলোয়াড়রা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)। এছাড়াও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense