বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ মহিলাসহ আহত ২০

মাহমুদুল হাসান রনি রাজৈর ( মাদারীপুর ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৪৩ Time View
8

মাদারীপুর রাজৈরে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাক কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষ মহিলাসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়কটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটে।

(২২ মার্চ) মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিদাসী মহদ্রদী ইউনিয়নের মহেনদ্রদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হরিদাসী মহেনদ্রদী ইউনিয়নের মহেনদ্রদী গ্রামে জমি নিয়ে বিরোধ নিয়ে খলিল শিকদার ও ছাত্তার শেখ,র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলা।

বিরাধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ঘর নির্মান করত গেলে দুই পক্ষর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় দশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এসময় কয়কটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট ও একটি পাকঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ সংর্ঘষে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয় । গুরুতর আহত জাহাঙ্গীর (৪৫), ছাত্তার শেখ (৭০), তুষার মোল্লা (৩৫), আলেয়া বেগম, (৫০) ইউসুফ শেখ (৭০), রমজান শিকদার (১৫), নিশী বেগম (১৯) জসিম শেখ (৩৪), ফরিদা বেগম (৫৮), শারমিন বেগম (৩০), আলেম (৩০) শহীদ গহর (৩৮) কে রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদি জানান, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category