বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ২য় দিন সেবা নিলেন ৮৮৯ রোগী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৭৬ Time View
11

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে দ্বিতীয় দিন চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ঔষধ নিয়েছেন ৮৮৯ জন রোগী।

রোববার (২০ মার্চ) সকাল ৯ টায়  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল ৩ টা পর্যন্ত এ সেবাকার্যক্রম চলে। সোমবার সকাল ৯ টায় ফের আবার এ ফ্রি ক্যাম্প শুরু হবে।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ সার্বক্ষণিক চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পর্কে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, প্রথম দিনের চেয়ে অনেক বেশী রোগীর আগমন ঘটেছে। গতকাল শবেরাতের কারণে রোগীর ভিড় কম ছিলো।রোগীর চাপ সামলানোর জন্য বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত বুথের চেয়ে আরো বুথ বাড়ানো হয়েছে। গতকালের মত আজও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আগত রোগীদের সেবা প্রদান করেছেন।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, স্বাচিপের  সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে সেবাগ্রহীতা রোগীদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। বিনামূল্যে ঔষধ বিতরণের
ফলে সুবিধাবঞ্চিত রোগীরা স্বাচ্ছন্দবোধ করছেন।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, কার্ডিওলজি, মা ও প্রসূতি, চক্ষু, নাক,কান ও গলা, সার্জারি, চর্মরোগ, শিশুরোগ বিভাগ, অর্থোপেডিক্স,  ডেন্টিস্ট্রি, নিউরো সার্জারি বিভাগে দেশবরেণ্য চিকিৎসকেরা সেবা দিয়ে আসছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার সকাল ১০টায় এ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩জন রোগীকে চিকিৎসা পরামর্শ ও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ স্বাস্থ্যসেবা কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category