সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ মুকসুদপুরে গণপিটুনিতে গরুচোর নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার, আতঙ্কে পুরুষশূন্য চার গ্রাম সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে স্বাচিপের সপ্তাহব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করেছেন শেখ সেলিম এমপি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৯৮ Time View
42

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) -এর আয়োজনে ৭ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বারবার নির্বাচিত গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম একবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী দিনে নিউরো সার্জারী বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন প্রখ্যাত নিউরো স্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারী অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, চক্ষু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা.এম এ আজিজ

নাক কান গলা বিভাগের চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সহ সভাপতি নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমি, ডা. আব্দুল কুদ্দুস সোহাগ, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডা. দিলরুবা আক্তার, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন এনআইসিভিডি শাখার স্বাচিপ আহ্বায়ক ডা. কাজল কুমার কর্মকার

শিশু রোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম -সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো. আবদুল্লাহ আল মাহমুদ সহ ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল ১০টায় শুরু হওয়া এ হেলথ ক্যাম্পের প্রথম দিনে ৪৯৩ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্য ঔষধ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডা.আব্দুর রউফ সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ডা.প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডা. দিলরুবা আক্তার

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, স্বাচিপের গোপালগঞ্জ সভাপতি ডা. শফিকুল আলম চৌধুরী, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসীত কুমার মল্লিক

টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, বিভিন্ন জেলার স্বাচিপের নেতাকর্মীসহ জেলা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense