বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ৪ লেনের দাবিতে মানববন্ধন

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৬১ Time View
11

সোনামসজিদ মহাসড়কে ৪ লেনে উন্নতিকরণ ও নিরাপদ সড়কের দাবিতে কানসাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার দুপুরে কানসাট গোপালনগর মোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোহা. ইমরান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মোহা. সফিকুল ইসলাম, শিবগঞ্জ গৌড় ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. রজব আলী

শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রায়হান আলী,শিবগঞ্জ হেল্প লাইনের প্রতিষ্ঠাতা হারুন আর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন- চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দূর্ঘটনায় মানুষের মৃত্যু হয়ে।

এতে কোন ভাবেই মৃত্যুর মিছিল থামছে না। ফলে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক উন্নতিকরণের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, অতিলম্বে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছা সেবী সংগঠনগুলো।

মানববন্ধনে বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন, আদিনা কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন, বিসর্গ ফোরাম, কানসাট যুব উন্নয়ন সংস্থা, শিবগঞ্জ গৌড় (ম্যাংগো সিটি), শিবগঞ্জ হেল্প লাইন,শ্যামপুর সেবা রক্তদান সংস্থা সহ মোট ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগহণ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category