বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

লক্ষ্মীপুরের অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪চার ড্রেজার মেশিন জব্দ

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২১০ Time View
6

লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই সময় উত্তোলনকৃত ২০বিশ হাজার ঘনফুট বালুও জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, রায়পুর থানা পুলিশ এবং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

রাত ৯ টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ। তিনি জানান, ২নং চরবংশীর ৮নং চরলক্ষ্মী এলাকার খলিফা ব্রিজ সংলগ্ন স্থানের ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়।

এই সময় ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের ০২নং ওয়ার্ডের জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে প্রায় বিশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বালুগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ৫০ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category