নাচোলে ১০০গ্রাম হেরোইন ও অন্যান্য সরঞ্জামাদীসহ ০৩ জন হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
নাচোল প্রতিনিধি
Update Time :
বুধবার, ৯ মার্চ, ২০২২
২৭১
Time View
নাচোলে ১০০গ্রাম হেরোইন ও অন্যান্য সরঞ্জামাদীসহ ০৩ জন হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার
নচোল থানা পুলিশ কর্তৃক ১০০ গ্রাম হেরোইন, ওজন মাপার ডিজিটাল মেশিন ও মাদক পলিপ্যাক মেশিনসহ ০৩ জন হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ অভিযান চালানো হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে উপজেলার নেজামপুর ইউনিয়নের বাশবারিয়া গামে আাসামী বাড়ি থেকে ১০০গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মাপা যন্ত্র, হেরোইন প্যাকিং করার মেশিনসহ গ্রেফতার হয় ৩জন হেরোইন ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হলেন ১. মাসুদ রানা (৪৩), পিতাঃ সাবদুল হক, গ্রামঃবাশবারিয়া, ২. হাবিবুর রহমান বাবু (২৬) পিতাঃ কুরবান গ্রামঃ হাটবাকইল, ৩. বাদল (৩২) পিতাঃ মোজাম্মেল, গ্রামঃ বাশবারিয়া, সকলের থানা নাচোল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত...
12
নচোল থানা পুলিশ কর্তৃক ১০০ গ্রাম হেরোইন, ওজন মাপার ডিজিটাল মেশিন ও মাদক পলিপ্যাক মেশিনসহ ০৩ জন হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে উপজেলার নেজামপুর ইউনিয়নের বাশবারিয়া গামে আাসামী বাড়ি থেকে ১০০গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মাপা যন্ত্র, হেরোইন প্যাকিং করার মেশিনসহ গ্রেফতার হয় ৩জন হেরোইন ব্যবসায়ী।
গ্রেফতারকৃতরা হলেন ১. মাসুদ রানা (৪৩), পিতাঃ সাবদুল হক, গ্রামঃবাশবারিয়া, ২. হাবিবুর রহমান বাবু (২৬) পিতাঃ কুরবান গ্রামঃ হাটবাকইল, ৩. বাদল (৩২) পিতাঃ মোজাম্মেল, গ্রামঃ বাশবারিয়া, সকলের থানা নাচোল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।