হবিগঞ্জের বাহুবলে সুজনও মনসুর বাহিনীর ছাত্রলীগ কর্মীদের হামলায় এক প্রভাষক গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত প্রভাষক মাসুক মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক শ্রেণিতে উত্তেজনা দেখা দিয়েছ।
ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ ফেব্রয়ারি) বেলা ২টার দিকে বাহুবল উপজেলা সদরস্থ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। যানাযায় সাতকাপন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন আকঞ্জী ও মনসুর আকঞ্জী এর নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে বাহুবল সদর হাসপাতালের সামনে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজর ইংরেজি বিভাগের প্রভাষক হামলা চালায়।
আহত মাসুক মিয়া জানান, তিনি হাসপাতালে টিকা দিতে এসেছিলেন এ সময় সুজনও মনসুর বাহিনীর হামলায় ৪/৫জনের একদল ছাত্রলীগ কর্মী তাঁর উপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। তিনি মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক।
এ ব্যাপারে মিরপুর সরকারি কলেজের শিক্ষক হোসাইন আহমেদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের শাস্তির দাবিতে ২৮ ফেব্রয়ারি মানববন্ধন করার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান ছাত্ররা শাস্তি দাবি করেছেন।
তবে ঘটনাটি পুলিশকে জানালেও রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। উল্লেখ্য সুজন আকঞ্জী মুককান্দি আব্দুল মতিন হত্যা মামলার অন্যতম আসামি ও তার সহযোগী মনসুর আকঞ্জী মাদকসেবি এবং তারা দুজনেই বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার বিশ্বস্ত সহযোগী বলে জানা গেছে।তারা বিভিন্ন সময় রাতের বেলায় মাদক সেবন করে মাতলামি করার অভিযোগ পাওয়া গেছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত