মনোহনদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু ছাত্রীকে ধর্ষণের মামলা
নরসিংদী প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
২৯১
Time View
মনোহনদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু ছাত্রীকে ধর্ষণের মামলা
নরসিংদীর মনোহরদীতে এক সদ্য সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে থানায় মামলা দায়ের হয়েছে। মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সদ্যসাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে এ মামলা হয়। মনোহরদী থানার ওসি আনিচুর রহমান ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিটুল চেয়ারম্যান হিসেবে মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের একটি বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান। ওই বাড়ির পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিনি ধর্ষণ করেন। পরে এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার মনোহরদী থানায় একটি মামলা করেন। অভিযুক্ত চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বক্তব্য নেয়া যায়নি। তার ফোন...
4
নরসিংদীর মনোহরদীতে এক সদ্য সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে থানায় মামলা দায়ের হয়েছে।
মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সদ্যসাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে এ মামলা হয়। মনোহরদী থানার ওসি আনিচুর রহমান ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিটুল চেয়ারম্যান হিসেবে মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের একটি বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান। ওই বাড়ির পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিনি ধর্ষণ করেন।
পরে এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার মনোহরদী থানায় একটি মামলা করেন। অভিযুক্ত চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বক্তব্য নেয়া যায়নি। তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
ওসি আনিচুর রহমান জানান, আগামীকাল বুধবার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।