রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাড়ে তিন ঘণ্টা পর আবারও সচল হলো বরিশাল–ঢাকা মহাসড়ক সিলেটে ৩০ একর খাসজমি উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দখল ও বিক্রয়চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠকে জনসমুদ্র শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শক্তিপ্রদর্শন শোকবার্তা রংপুর-৩ আসনে নির্বাচন অংশগ্রহণের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় করেন রিতা রহমান বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষি কে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত এলপিজি গ্যাসের দামের বিষয়ে নতুন কী জানিয়েছে বিইআরসি—জানুন বিস্তারিত! ৬ বছরের শিশুকে ধর্ষণ, পালিয়ে গেছে ধর্ষক সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

লক্ষ্মীপুরের আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৩ Time View
44

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৮আট টি পদে আওয়ামী লীগের বিজয় হয়েছে। এতে আওয়ামী প্যানেলের নুরুল হুদা পাটওয়ারী সভাপতি ও হুমায়ুন কবির হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আজগর হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই দিকে সভাপতি পদে ভোট করে পরাজিত হয়েছেন বিএনপি প্যানেলের দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে আবদুল ওহাব।

সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির, আবদুল ওহাবসহ ৫পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি কবির হোসেন (আওয়ামীলীগ), মাহমুদ ইসকান্দার (বিএনপি), সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ ফয়সাল (বিএনপি), নূর মোহাম্মদ (আওয়ামী লীগ), এড. সাজ্জাদ হোসেন (আওয়ামী লীগ), সাংস্কৃতিক সম্পাদক আদনান আহমেদ (আওয়ামী লীগ), অডিটর চাঁদ মনি মোহন (আওয়ামী লীগ), সদস্য পদে বিএনপি সমর্থিত মোশারফ হোসেন, আমজাদ হোসেন ভূঁইয়া, আবু ইউসুফ, আওয়ামী লীগের মনোয়ার হোসেন জাবেদ, জামায়াতের আকবর হোসেন ও মনির হোসেন জাবেদ।

আইনজীবী সমিতি সূত্র জানায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০দশ টা থেকে বিকেল ৪চার টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয়। এতে সমিতির সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা আইনজীবী সমিতিতে ৩৪২ জন সদস্য রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী আজগর হোসেন মাহমুদ। এছাড়া সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আইনজীবী কৃষ্ণ দুলাল দাস ও মনির হুসাইন।

সবুজ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense